স্টাফ রিপোর্টার : জেএমআই সিরিঞ্জের শেয়ার লেনদেন রেকর্ড কারণে বুধবার (২৩শে জানুয়ারি) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী বৃহস্পতিবার পুনরায় জেএমআই সিরিঞ্জের লেনদেন চালু হবে।
সাম্প্রতি ঘোষণা এসেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডে ১ কোটি ১১ লাখ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করবে জাপানের বহুজাতিক কোম্পানি নিপ্রো করপোরেশন। বিনিয়োগকৃত অর্থে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধে করবে জেএমআই । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।