স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুনে হিসাব বছর শেষ হওয়া (জুন ক্লোজিং) খাতগুলোর লেনদেনে আগের চেয়ে বাড়ছে। এর ধারাবাহিকতায় রবিবার,৩০ জুন ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বস্ত্রখাত। ডিএসইর লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ডিএসইর মোট লেনদেনে বস্ত্রখাতের দখলে রয়েছে ১৮ শতাংশ। আলোচ্য সময়ে খাতটির লেনদেন হয়েছে ৮১ কোটি টাকা। এরপরেই রয়েছে প্রকৌশল খাতের অংশগ্রহণ। খাতটির দখলে ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ। প্রকৌশল খাতের লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকা। লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস খাত। এখাতটি ডিএসইতে লেনদেনের ১৩ শতাংশ দখল করে আছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে তালিকায় থাকা খাতের কোম্পানিগুলোর হিসাব বছর শেষ জুন মাসে। এরপর নিয়ম অনুযায়ী কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং বছর শেষে বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করবে। আর লভ্যাংশের মৌসুমকে সামনে রেখে জুন ক্লোজিং কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতে লেনদেনেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসইতে বিমা খাতের ১০ শতাংশ, জ্বালানি খাতের ৮ শতাংশ , ব্যাংকিং খাতের ৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের ৬ শতাংশ, বিবিধ খাতের ৫ শতাংশ। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য-আনুষাঙ্গিক, আইটি প্রত্যেক খাতের ৩ শতাংশ করে, সিরামিক, সেবা-আবাসন, চামড়া প্রত্যেক খাতের ২ শতাংশ করে, সিমেন্ট, ভ্রমন-অবকাশ, কাগজ-প্রকাশনা প্রত্যেক খাতের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।