স্টাফ রিপোর্টার : চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার, ২২ মে বিকেলে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কৃষককে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী বর্তমান শুল্ক হার ২৫ শতাংশ বহাল রেখে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।