স্টাফ রিপোর্টার : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৯ টাকা ও আগের বছর একই সময়ে তা ছিল ৩.০১ টাকা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৭.৮৬ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.১৪ টাকা ঋণাত্মক।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ ও রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।