স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকা জমা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
২৩ মে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে ২০১৮ সালে কোম্পানির লাভের নির্দিষ্ট অংশের চেক হস্তান্তর করেন।
গ্রামীণফোন তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিয়ে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি এ পর্যন্ত ১২১ কোটি ৮২ লাখ ৪ হাজার ১৯ টাকা জমা দিয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশী-বিদেশী কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোনসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের উপপরিচালক ও হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কেএম সাবির আহমেদ, উপব্যবস্থাপক মো. আসিফ ইকবাল, পরিচালক ইয়াসির মাহমুদ খান উপস্থিত ছিলেন।