স্টাফ রিপোর্টার : গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের যৌথ মালিকানাধীন কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি। সম্প্রতি এ বিষয়ে আইএফসির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।
সিসিবিএলের অপর অংশীদার হচ্ছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেড।
সিসিবিএল মূলত দেশব্যাপী কোল্ডস্টোরেজ চেইন চালু করবে গোল্ডেন। স্থাপন করবে তাপ-নিয়ন্ত্রিত গুদাম। গড়ে তুলবে তাপনিয়ন্ত্রিত যানের একটি বহর, যা দিয়ে দেশের ১৬টি স্থানে পণ্য আনা-নেওয়া করা হবে।
সিসিবিএলে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও হারভেস্ট আইসক্রিমের বিনিয়োগ ১ কোটি ৫২ লাখ ডলার, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৯ কোটি টাকা। অন্যদিকে এই প্রকল্পে আইএফসি ৬৫ লাখ ডলার বা প্রায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করবে।
আন্তর্জাতিক মানের কোল্ড চেইন কোম্পানি হলে ফ্রোজেন ফুড ও পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করেন সংশ্নিষ্টরা। দেশে যথেষ্ট হিমাগার না থাকায় মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে ফল দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হয়। এ প্রবণতা কমাতে এ উদ্যোগ সহায়ক হবে।