স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। এসব উপসর্গ নিয়ে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া তার পরিবারের একজন সদস্য ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আজাদ জানিয়েছেন, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলে জানান তিনি।
উল্লেখ, স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস মোকাবেলার মূল সমন্বয়ের দায়িত্ব পালন করছে।