স্টাফ রিপোর্টার: ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগত ও ৩০ শতাংশ বোনাসসহ মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল (রিস্টেটেড) ৩ টাকা ৯৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭৬ টাকা ৫৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর তারিখ নির্ধারিত হয়নি এবং ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট অাগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।