স্টাফ রিপোর্টার: ওরিয়ন ইনফিউশন লিমিটেড -এর মূল্য সংবেদনশীল তথ্য বুধবার প্রকাশ করা হয়েছে। ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। এর আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা
মূল্য সংবেদনশীল তথ্য (PRICE SENSITIVE INFORMATION) কোম্পানির পক্ষ থেকে নিচে প্রকাশ করা হল।