স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এসিআই এর বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এসিআই এর একজন বিনিয়োগকারীর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে এসিআই এর পরিশোধিত মূলধনের তুলনায় সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় ধরণের লোকসান রয়েছে। আর এই লোকসান টানতে গিয়ে তাদের মুনাফা ভাল আসছে না। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন উচ্চাভিলাসী বিনিয়োগ এবং লোকসানের নৈতিক ভিত্তি আছে কীনা তা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন বিনিয়োগকারীরা।
এ প্রেক্ষিতে বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমন।