স্টাফ রিপোর্টার : এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। কোম্পানিটি সংঘস্বারকের অনুচ্ছেদ-ভি এবং অনুচ্ছেদ ৫ সংশোধন করে মূলধন বাড়াবে।
এসএস স্টিল রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন নিয়ে মূলধন বাড়াতে পারবে। উল্লেখ্য, এসএস স্টিলের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৪৫ কোটি টাকা।এছাড়া কোম্পানিটির মোট ২৪ কোটি ৫০ লাখ শেয়ার আছে।