স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের সর্বশেষ হিসাববছরের (২০১৮-১৯) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেবে। আগামী ৯ জুলাই থেকে ১১ জুলাই সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে লভ্যাংশ সংগ্রহ করতে হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার বিভাগ কোম্পানির হেড অফিস, রূপায়ণ ট্রেড সেন্টার, কাজী নকরুল ইসলাম এভিনিউ এর থেকে লভ্যাংশ সংগ্রহ করতে বলা হয়েছে। যারা সরাসির গ্রহণ করতে পারবে না তাদের ঠিকানায় কুরিয়ার করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের জন্য এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।