স্টাফ রিপোর্টার : এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদ তিনটি সহযোগী কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- ওসেন ভায়াগার শিপিং লাইনস, ওসেন ভিক্টরি শিপিং লাইন এবং ওসেন ভিশন শিপিং লাইন লিমিটেড।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ নিজস্ব মালিকানাধীন তিনটি বড় জাহাজ সহযোগী কোম্পানিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানায়, এমআই সিমেন্টের প্রধান ব্যবসা সিমেন্ট উৎপাদন ও বিক্রয় করা।
শিপিং ব্যবসা হচ্ছে কোম্পানির বিশেষায়িত ব্যবসা। এই ব্যবসার জন্য আলাদা জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন, যা বর্তমান ব্যবসা থেকে একেবারেই আলাদা।