স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক কোনো লভ্যাংশ দেয়নি। বুধবার, ২৬ জুনব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়।
৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল ব্যাংকটি। আলোচ্য সময়ে ব্যাংকের কনসলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে কনসলিডেটেড শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩১ টাকা ৫১ পয়সা।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ এ. (রুমী) আলী। প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর তারিক আফজাল, ব্যাংকের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।