স্টাফ রিপোর্টার : ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের উৎপাদন চলতি বছরের এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। পর্যাপ্ত সেল অর্ডার না থাকায় কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি পর্যাপ্ত মুনাফা করতে না পারায় ২০১১ সাল থেকে লোকসানে রয়েছে। সম্প্রতি কোম্পানিটির চাহিদার তুলনায় কম সেল অর্ডারের কারণে তাদের প্রয়োজনীয় উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না। আর কোভিড-১৯ এর কারণে সেল অর্ডার পুরো বন্ধ হয়ে গেছে।
ফলে কোম্পানিটি চলতি বছরের এপ্রিল থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে।