স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। গুলশান-১ এ অবস্থিত বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বা শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা। যা বিগত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা। এনএভিপিএস ৬৯ টাকা ২১ পয়সা, যা পূর্বের একই সময়ে ছিল ৭২ টাকা ২৪ পয়সা। এনওসিএফপিএস লোকসান হয়েছে ১৬ টাকা ১২ পয়সা। যা আগের বছর লাভের অংকে ছিল ১০ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটি আরো জানিয়েছে যে, ডিসেম্বর, ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত এনওসিএফপিএস উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। মূলত নতুন উদ্ভাবন এবং বাণিজ্য গ্রহণযোগ্যতা বাড়াতে আর্থিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। যার কারণে এনওসিএফপিএস কমেছে বলে উল্লেখ করেছে কোম্পানিটি।