স্টাফ রিপোর্টার : আসছে অর্থবছরে কর আদায় বৃদ্ধির লক্ষ্যে নতুন করে ১০ হাজার জনবল এনবিআর এ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অতি সম্প্রতি শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
এসময় রাজস্ব কর্মকর্তা ও করদাতাদের দুর্নীতি পরায়ণ মানসিকতার কারণে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক রাশিদুল হাসান ছাড়াও ইআরএফ সদস্যরা বাজেটে অন্তর্ভুক্তির জন্য অর্থমন্ত্রীকে বেশ কিছু প্রস্তাবনা দেন