স্টাফ রিপোর্টার : একশ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৪তম ড্র ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে ড্র অনুষ্ঠিত হয়।
ড্রতে প্রথম পুরস্কার জিতেছে ০৬০৯৪৫৪ নাম্বারের প্রাইজবন্ডধারী। প্রথম পুরস্কার বিজয়ী পাবে ৬ লাখ টাকা।লটারিতে ৩ লাখ ২৫ হাজার টাকা দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ০০৮২৮৭০ নাম্বারধারী । দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০১৭৬৩৯২ ও ০৭৭৭১২৭। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ১ লাখ টাকা। প্রাইজবন্ডের ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কারের দুটি নম্বর ০৩২৭২৬১ ও ০৪০১০৪৪।
একক সাধারণ পদ্ধতিতে (প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়।
বর্তমানে ১০০ টাকা মূল্যমানের ৫৪টি সিরিজ আছে। এগুলো হচ্ছে- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক এবং গখ এই ড্রয়ের আওতাভুক্ত।
উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নেবর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। আর ১০ হাজার টাকা করে পঞ্চম পুরস্কারের মোট ৪০টি নম্বর হলো:
০০৫৫৩৫১, ০২২৪০৫০, ০৪০৭২৫৪, ০৬০২৫৪৯, ০৮৪৯৭০৮, ০১০৬৫১৫, ০২৪৫৪৭০, ০৪১৪২২৬, ০৬০৯২৬৮, ০৯২০৩১১, ০১৫৫১১৭, ০৩০৩১৯৪, ০৪৭১৭৫২, ০৭১৭৯৬৮, ০৯৫৩৫৮৭, ০১৬৭৪২৬, ০৩১৪৯৯৬, ০৪৮০৭৩৮, ০৭৩১৬৩২, ০৯৫৫৪১২, ০১৮৬৩২৭, ০৩৪৬৮৪৪, ০৫৩০০৩৫, ০৭৪৪৫২৭, ০৯৫৭২০২, ০১৮৮৬৭৬, ০৩৫১০৭৮, ০৫৩১৯৫৬, ০৭৫৭৭৬৮, ০৯৭২৯৭৫, ০২০২৫০১, ০৩৫৫৫৫০, ০৫৪৮৩৬৩, ০৭৬০০৯১, ০৯৯৪৫৩৭, ০২০৪৫২০, ০৩৫৮৭৩৩, ০৫৭২৪৩০, ০৮৪৪৮৪৪, ০৯৯৮৯৯৯।