স্টাফ রিপোর্টার : একমি ল্যাবরেটরিজের ৩০ জুন, ১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
গত ১২ ডিসেম্বর কোম্পানির ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬ টাকা ৮১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন, ১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৯ পয়সা।
কোম্পানীর চেয়ারম্যান উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও মিজানুর রহমান সিনহা, ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, কোম্পানী সেক্রেটারী মো. আরশাদুল কবির সভায় উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানীর নিরীক্ষক, কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।