ডেস্ক রিপোর্ট : দাপুটে ব্যাটিং করা বিরাট কোহলিকে বিদায় করে ভারতকে কম রানে থামানোর আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মহেন্দ্র সিং ধোনির লড়াকু ফিফটি ও শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়েছে আসরের একমাত্র অপরাজিত দলটি।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার, ২৭ জুন টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রান করে ভারত।
শুরুটা ভালো হয়নি ভারতের। চার-ছক্কা হাঁকিয়ে কেবল ডানা মেলতে শুরু করেছিলেন রোহিত শর্মা। কেমার রোচের দারুণ এক ডেলিভারিতে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে তাকে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
অন্য ওপেনার লোকেশ রাহুল শুরুতে টাইমিং পেতে ও গ্যাপ খুঁজে পেতে ভুগছিলেন। কঠিন সময় পার করে শট খেলতে শুরু করেন তিনি। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা কোহলির সঙ্গে তার জুটি জমে যাওয়ার পর দ্রুত এগোয় ভারত।
চমৎকার এক ডেলিভারিতে রাহুলকে বোল্ড করে ৬৯ রানের জুটি ভাঙেন জেসন হোল্ডার। দ্বিতীয় স্পেলে ফিরে বিজয় শঙ্কর ও কেদার যাদবকে কট বিহাইন্ড করে ভারতকে চাপে ফেলে দেন রোচ। কেদারকেও রিভিউ নিয়ে ফিরিয়েছিল ক্যারিবিয়ানরা।
১৪০ রানে ৪ উইকেট হারানো ভারতের অবস্থা হতে পারতো আরও খারাপ। ফ্যাবিয়ান অ্যালেনের বলে ৭ রানে মহেন্দ্র সিং ধোনিকে স্টাম্পিং করার সুযোগ অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেন শেই হোপ।
শুরুতে সময় নেন ধোনি। সে সময় রানের চাকা সচল রাখেন কোহলি। হোল্ডারের প্রত্যাশার চেয়ে কম বাউন্স করা বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে অধিনায়ক ফিরলে বড় একটা ধাক্কা খায় ভারত। ৮২ বলে ৮ চারে ৭২ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড গড়েন তিনি।
ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করা পান্ডিয়া রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন। ধীরে ধীরে শট খেলতে শুরু করেন ধোনি। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৭০ রানের জুটি।
শেলডন কটরেলকে ওড়ানোর চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে শেষ হয় অলরাউন্ডার পান্ডিয়ার ৪৬ রানের আক্রমণাত্মক ইনিংস। ওশান টমাসের করা ম্যাচের শেষ ওভারে দুই ছক্কা ও এক চারে ১৬ রান নিয়ে দলকে ২৬৮ পর্যন্ত নিয়ে যান ধোনি। ৬১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৮/৭ (রাহুল ৪৮, রোহিত ১৮, কোহলি ৭২, শঙ্কর ১৪, কেদার ৭, ধোনি ৫৬*, পান্ডিয়া ৪৬, শামি ০, কুলদীপ ০*; কটরেল ১০-০-৫০-২, রোচ ১০-০-৩৬-৩, টমাস ৭-০-৬৩-০, অ্যালেন ১০-০-৫২-০, হোল্ডার ১০-২-৩৩-২, ব্র্যাথওয়েট ৩-০-৩৩-০)