স্টাফ রিপোর্টার: ১৯ ডিসেম্বর, বুধবার সূচক ৮.৯৭ পয়েন্ট বা ০.১৭% বেড়ে সাপোর্ট লেভেল থেকে রিট্রেস করার চেষ্টা করেছে। তবে উইকলি চার্টে সূচক হেড এন্ড শোল্ডার প্যাটার্ন গঠন করে ডাউন ট্রেন্ডে চলছে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী গত ৯ ডিসেম্বর মার্কেট ট্রেন্ড লাইন এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্নের নেক লাইনে বাঁধাপ্রাপ্ত হয়ে রিট্রেস করে নিচের দিকে চলে গিয়েছিলো। এখনও ডাউন ট্রেন্ড বজায় রেখেই চলছে সূচক। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী নেক লাইন ব্রেক ডাউন করলে সূচকের অনেক নিচে পরে যাওয়ার কথা। আগামী কয়েক সপ্তাহে যদি সূচক নেক লাইন ব্রেক করে উপরে উঠতে পারে তাহলে কিছুটা স্থিতিশীলতা চলে আসবে। অন্যথায় হেড এন্ড শোল্ডার প্যাটার্নটি সম্পূর্ণতা পাবে।
উল্লেখ্য, নেকলাইনকে সাপোর্ট হিসেবেও বিবেচনা করা যায়।
পাশাপাশি উইকলি চার্টে সূচক ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজের (ডাব্লিউএমএ) নিচে অবস্থান করছে এবং ১০ দিনের সিম্পল মুভিং এভারেজ (এসএমএ) ডাব্লিউএমএকে ক্রস করে ডাউন ট্রেন্ডে চলছে।
আরও দেখুন-
বুলিশ ক্যান্ডেলে রিট্রেসের চেষ্টায় সূচক