স্টাফ রিপোর্টার : গ্রাহকদের চাহিদা অনুযায়ী শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমতি পেয়েছে ব্যাংকটি। শিগগিরই এই উইন্ডো চালু করতে চায় তারা।
১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংকের ৩৪৮তম বোর্ড সভায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার বিষয়ে একমত হন পর্ষদ। শিগগিরই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। এরপর যেসব শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর পরিকল্পনা আছে, সেগুলোর তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে চুড়ান্ত অনুমোদন চাওয়া হবে।
জানা গেছে, প্রথম পর্যায়ে ১০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার পরিকল্পনা করেছে মার্কেন্টাইল ব্যাংক। ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু হলে এর পাশাপাশি সাধারণ ব্যাংকিংও অব্যাহত থাকবে ব্যাংকটিতে।
এবিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে বিশ্বাসী অনেক গ্রাহক রয়েছে আমাদের। অনেক সময় তারা প্রশ্ন করে মার্কেন্টাইল ব্যাংকে কেনো ইসলামী ব্যাংকিং নেই। গ্রাহকদের চাহিদা মেটাতেই আমরা বাংলাদেশ ব্যাংকে আবেদন করি। এ মাসের (সেপ্টেম্বর) প্রথম দিকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। ডিসেম্বরের মধ্যে ইসলামী উইন্ডো পুরোপুরিভাবে চালু করতে পারবো বলে মন্তব্য করেন তিনি।