স্টাফ রিপোর্টার: সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড প্রকল্পের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তিত স্থানে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যবহার করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানা যায়। এজন্য কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের সম্মতি পেতে হবে।
ডিএসি সূত্রে জানা যায়, কোম্পানিটি এলপিজি বোটলিং প্লান্ট প্রকল্প গজারিয়া, মুন্সিগঞ্জের পরিবর্তে পতেঙ্গা, চট্টগ্রামে স্থাপন করবে। এছাড়া প্রকল্পের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।