স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লেনদেন কমেছে ৩৯ শতাংশ। এই পতনের পরেও কোম্পানিটি গত সপ্তাহে লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ইউনাইটেড পাওয়ারের ২৫ লাখ ১১ হাজার ৮৭১টি শেয়ার মোট ৯৯ কোটি ৫৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ ৮২ হাজার ৩৮টি শেয়ার মোট ১৬৩ কোটি ৪০ লাখ টাকায় লেনদেন হয়। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৩ কোটি ৮১ লাখ টাকার বা ৩৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিলকো ফার্মাসিউটিক্যালসের ৬৭ কোটি ১৯ লাখ টাকা, মুন্নু সিরামিকের ৫৪ কোটি ২০ লাখ টাকা, বিকন ফার্মাসিউটিক্যালসের ৪৯ কোটি ৯২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউমনের ৪৯ কোটি ১১ লাখ টাকা, জেএমআই সিরিঞ্জের ৪৫ কোটি ৬৮ লাখ টাকা, মুন্নু জুট স্টাফলার্সের ৪৫ কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৫ কোটি ১ লাখ টাকা, ওয়াটা কেমিক্যালসের ৪২ কোটি ৩৫ লাখ টাকা এবং ফরচুন সুজের ৩৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।