স্টাফ রিপোর্টার : আরএকে সিরামিকস ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৩১ মার্চ গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, আরএকে সিরামিকস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।