স্টাফ রিপোর্টার: অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন সুবিধার মেয়াদ আবার বাড়লো ব্রোকারদের। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৯তম সভায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পূর্বেও একাধিকবার এই সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।
জানা গেছে, প্রভিশন সুবিধা বাড়ানোর জন্য ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পক্ষ থেকে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রভিশন সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কমিশন।
স্টক ব্রোকার/স্টক ডিলার হিসাব ও স্টক ব্রোকারদের মক্কেলের মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপক্ষে রক্ষিতব্য প্রভিশন সুবিধার মেয়াদ আগামী ২ বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত বাড়িয়েছে বিএসইসি।