স্টাফ রিপোর্টার : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের নতুন বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড’ এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার, ২৬ মে আইসিবি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
ফান্ডটির স্পন্সর হিসেবে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, জেনারেল ম্যানেজার দীপিকা ভট্টাচ্যার্য, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন কিবরিয়া, পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, হেড অব অপারেশন প্রসেনজিৎ সাহা সহ অন্যান্যরা।