স্টাফ রিপোর্টার: ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬.৯৫ টাকা। সে হিসেবে কোম্পানির আয় কমেছে ০.৬৮ টাকা বা ৯.৭৮ শতাংশ।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭.২৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৮ টাকা।
আগামী ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হোটেল পূর্বানী, ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।