স্টাফ রিপোর্টার : সম্প্রতি মো. জাকির হোসেন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে জনতা ক্যাপিটালে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন।
তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের শিল্পঋণ বিভাগ, প্রশাসন বিভাগ, আইটিডি (এক্সপোর্ট), ডিপার্টমেন্ট হেড (কমপ্লায়েন্স ও ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট), পিএস টু সিইও অ্যান্ড এমডি, সিইও অ্যান্ড এমডি’স সচিবালয়, ব্যবস্থাপক হিসেবে (ফরিদপুর প্রধান শাখা), ফরিদপুর করপোরেট শাখাসহ বিভিন্ন শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।