স্টাফ রিপোর্টার : আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এছাড়া কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কোম্পানিটির পর্ষদ ১আর:২ (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য ২টাকা প্রিমিয়াম সহ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা ও আগের বছর একই সময়ে তা ছিল ১.৫৪ টাকা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.২০ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩.৮৪ টাকা ঋণাত্মক।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) এবং রাইট শেয়ারের জন্য বিশেষ সাধারণ সভা আগামী ৩১ মার্চ সকাল ১০টায় এবং ইজিএম সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।
রাইটের টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা বাড়ানোর পাশাপাশি মূলধন শক্ত করবে। রাইটের জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.।