অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় ধস নেমেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির মুনাফা আগের প্রান্তিকের তুলনায় অর্ধেক হয়ে গেছে। কোম্পানির সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, মূলত পুঁজিবাজারের মন্দার প্রভাবে কোম্পানিটির মুনাফা এতটা কমেছে। মন্দার কারণে আইডিএলসির সহযোগী প্রতিষ্ঠানগুলো লোকসান করেছে। এমনিতে এককভাবে আয় বেড়েছে আইডিএলসি ফাইন্যান্সের।
বৃহস্পতিবার, ১৪ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্স ২৯ কোটি ২৬ লাখ টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই প্রান্তিকে নিট মুনাফা ছিল ৫১ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৪৩ শতাংশ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৮ পয়সা, যা আগের প্রান্তিকে ছিল ১ টাকা ৩৭ পয়সা।