স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ডিলার তালিকায় অক্টোবর মাসে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্যমতে, গত মাসে ডিএসইর ডিলারদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইউনিরয়েল সিকিউরিটিজ, পঞ্চম এনবিএল সিকিউরিটিজ, ষষ্ঠ এপেক্স ইনভেস্টমেন্ট, সপ্তম স্যার সিকিউরিটিজ, অষ্টম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, নবম এম সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে এফবিএল সিকিউরিটিজ।
ডিলার তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে যথাক্রমে- ইবিএল সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, বিআরবি সিকিউরিটিজ, শান্তা সিকিুউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ, সিনথিয়া সিকিউরিটিজ ও মিডওয়ে সিকিউরিটিজ।